ভাসানী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০ জানুয়ারী ”স্বদেশ প্রত্যাবর্তন” দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু ম্যূরাল-এ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় রিজেন্ট বোর্ড সদস্য, ডিন, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।