ভাসানী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন ২০২৩-এর বৈষম্যমূলক পদক প্রদান নীতিমালা বাতিল পূর্বক পূর্বের নিয়ম বহাল রাখার জন্য অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্যান্ডেলের সম্মুখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে প্রতিবাদকারীরা নতুন নিয়ম বাতিল করে পূর্বের নিয়মানুযায়ী ৩য় সমাবর্তনে ডিন’স লিস্ট ও ডিন’স অ্যাওয়ার্ড এবং স্নাতকোত্তর পর্যায়ে সকল পদক প্রদানের দাবী জানায়। ৩য় সমাবর্তনে পূর্বের নিয়মানুযায়ী পদক প্রদান না করলে সমাবর্তনের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষকরা অংশগ্রহণ না করা এবং সমাবর্তন পরবর্তীতে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানায়।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840