প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।
বৃহস্পতিবার ১ ডিসেম্বর দুপুরে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল এলাকায় তিনি ঘরের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সাংবাদিক শাহ্ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, ফরমান শেখ ও রফিকুল ইসলাম রবি প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য এই পরিদর্শনে আসা। ইট, বালু, সিমেন্ট ও রড যাতে সিডিউল অনুযায়ী করা হয় সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিদের্শনা দেন।