সংবাদ শিরোনাম:
কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ছেলের ছুরিকাঘাটে বাবা মৃত্যু, ছেলে আটক পাপ ও অশান্তি সৃষ্টিকারী অভ্যাস থেকে দূরে থাকা জরুরি বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী    … কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ভূঞাপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিল সমাবেশ

ভূঞাপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিল সমাবেশ

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুতের নির্বাচনী বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে মিছিলটি পৌর এলাকার যমুনা রেষ্ট হাউজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেষ্ট হাউজে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে যমুনা রেষ্ট হাউজে গিয়ে সমাবেশে যোগ দেয়।

এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন, আবু ফারুক, মীর শাহীন হোসেন আরজু, লুৎফর রহমান, ইউসুফ আলী, মারুফ হোসেন খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাজেদুল ইসলাম সনেট প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, নেতাকর্মীরা মাঠে যেতে পারছে না। তাদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ে কোন নেতাকর্মী ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারছে না।

প্রশাসন একতরফাভাবে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছে কতিপয় কিছু নেতার কথায়। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্ববান জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840