প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে
ভূঞাপুর দুই কেন্দ্র থেকে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ্র এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় দুইটি কেন্দ্র পরিদর্শনের সময় তাদের বহিস্কার করেন।
উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে তিনজন ও নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়।