খায়রুল খন্দকার: ভূঞাপুর-তারাকান্দি সড়কে বীর তাড়াই নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার কুঠিবয়ড়া থেকে ব্যাটারী চালিত ইজিবাইকে করে ভূঞাপুর আসার পথে তাড়াই নামক স্থানে পৌঁছলে অপর ইজিবাইকের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নারী রাস্তায় পড়ে যায়।
এদিকে তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি । সে উপজেলার ডিগ্রির চর গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় কাউন্সিলর খন্দকার শরিফুল আলম সোহেল বলেন, বেপরোয়া গাড়ী চালানেরা জন্য এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাটি ঘটলে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো ট-০-৪৮১৫) আটক করা হলেও চালক পলাতক রয়েছে।