নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলের গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বন্যায় নদী ভাঙ্গা ও পানিবন্দী দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ত্রাণ তহবিল থেকে উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের ৮শ ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহআলম শাপলা, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবু, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক ও যুগান্তরর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুলসহ ইউপি সদস্যবৃন্দ।
এসময় অর্জুনা ইউনিয়নে ৪শ ও গাবসারা ইউনিয়নে ৪শ ৫০টি নদী ভাঙ্গা ও পানিবন্দী দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।