প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান।
আলোচনার বিষয় ছিল ” মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান”।
এতে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফনুর মিনি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, থানা তদন্ত কর্মকতা এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, এলাকার স্থানীয় নারী নেত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।