খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই ঘটনায় আরো ৩ জন নিখোঁজ।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন থাকায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ জেলার বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়।
রাস্তায় যানবাহন না পেয়ে তারা বিভিন্নভাবে ভেঙে-ভেঙে টাঙ্গাইল সীমান্তে যমুনা নদী পর্যন্ত আসে। যানবাহন না থাকায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে পার হতে ব্যর্থ হয়ে তারা নৌকাযোগে রওনা হয়। মাঝ নদীতে নৌ পুলিশ টহল দেখে যাত্রীবাহী নৌকাটি অন্যদিক দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে।
নৌকাটি সেতুর ১৪নং পিলারের কাছাকাছি আসলে আকস্মিকভাবে দমকা বাতাসে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নৌকায় থাকা ১৪ যাত্রীর মধ্যে ১১জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ৩ জন যাত্রী এখনও নিখোঁজ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলারের কাছে হঠাৎ ঝড়ো বাতাসে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।
এখনও ৩ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা গ্রামের বাড়ি চলে যায়।তাদের সবার গ্রামের বাড়ি বগুড়ার বিভিন্ন উপজেলায়। তবে নিখোঁজ তিনজনের ব্যাপারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।