সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

ভূঞাপুরে ‘পিআইও’ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে তিনব্যাপি অর্ধবেলা কর্মবিরতি শুরু করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে এ কর্মবিরতি করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেন- কার্য-সহকারী ফারুক খান ও অফিস সহায়ক নুরুল ইসলাম।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও). জহুরুল ইসলাম জানান, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কা-বিখা, কা-বিটা, টি-আর, অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, মুজিববর্ষের ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। তিনি আরও বলেন, অথচ দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর সৃষ্টির পর থেকে প্রথম যে জনবল ছিল এখনো পর্যন্ত সে জনবলই আছে। আমাদের পদ-পদবি এখনো উন্নয়ন করা হয়নি। দুর্যোগ বিভাগের যুগোপযোগী করার জন্যই আমাদের এই আন্দোলন। আমরা বিশ্বাস করি যদি আমাদের জনবল বৃদ্ধি করা হয় তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরো এগিয়ে যাবে।

তাদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০২২ এর আলোকে প্রস্তাবিত জনবল অবকাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব ও নিয়োগের মাধ্যমে পূরণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme