ভূঞাপুরে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ভূঞাপুরে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর স্তুপের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সারপলশিয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক জানান, (২২ জানুয়ারি) সকালে সারপলশিয়া বালুর ঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় বালুর স্তুপ ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পুলিশকে জানানো হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Author Profile

Shushanta Kumar
আমাদের প্রতিভাবান ওয়েব ডেভেলপার, যিনি প্রতিটি প্রকল্পে সৃজনশীলতা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা নিয়ে আসেন। শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে, তারা ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ডিজাইন এবং ওয়েব সিকিউরিটির ক্ষেত্রে তাদের দক্ষতাকে সম্মানিত করেছে। তিনি HTML, CSS, JavaScript এবং অন্যান্য প্রোগ্রামিং ভাষায় দক্ষ এবং সর্বদা সর্বোত্তম ফলাফল প্রদানের জন্য সর্বশেষ প্রবণতা এবং প্রযুক্তির সাথে আপ-টু-ডেট থাকেন। উচ্চ-মানের, ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট তৈরিতে তার উত্সর্গ তাকে একজন নির্ভরযোগ্য এবং উদ্ভাবনী ওয়েব বিকাশকারী হিসাবে খ্যাতি অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840