ভূঞাপুরে বিএনপির সাধারণ সম্পাদক সেলু আটক

ভূঞাপুরে বিএনপির সাধারণ সম্পাদক সেলু আটক

প্রতিদিন প্রতিবেদক: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপান বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটক হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। সোমবার দুপুরে পৌর শহরের তার নিজ বাসার পাশ থেকে তিনি গ্রেফতার হন। এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসরা ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফরিদুল ইসলাম জানান, নাশকতা মামলায় সেলিমুজ্জামান তালুকদার সেলুকে তার বাসার পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলায় সাধারণ সম্পাদক সেলু গ্রেফতার হয়েছে। এরআরগে আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসব মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এরআগে বুধবার ৩০ নভেম্বর রাতে ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের টিনের সীড ঘরে রাতে বিএনপি গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঘটনাস্থল থেকে এক কর্মীকে আটক করে। পরে ১ ডিসেম্বর ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির ১৬ নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করে।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840