প্রতিদিন প্রতিবেদক: “৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার ২১ জুলাই দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরির ৭জন শ্রেষ্ঠ কর্মীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।