প্রতিদিন প্রতিবেদক, ভূয়াপুর : বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হিটলার তালুকদার ওরফে হিটুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের, ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত গত ৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
উল্লেখ্য সম্প্রতি তার বিরুদ্বে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এবং তদন্তে তা সত্য প্রমানিত হলে পরবর্তীতে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউপি) আইন অনুযায়ী ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। পরে গত ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।