অভিজিৎ ঘোষ ভূঞাপুর : “রাখবো নিস্কন্টক জমি বাড়ী, করবো সবাই ই-মানজারী” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
এ সেবা সপ্তাহ ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।
এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে এতে আলোচনা অংশ নেয় সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষক আব্দুল লতিফ।
জানা যায়, ভূমি অফিসকে জনবান্ধব করে গড়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। হয়রানি বন্ধে সাধারন মানুষের সেবার বিষয়ে দ্রুত কার্যক্রর নেয়া হয়েছে। অনলাইন সেবাসহ বিভিন্ন সেবা গ্রহন করতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে ৪৮ জন ভূমিহীনদের মাঝে তাদের বসবাসের জন্য খাস জমি বরাদ্ধ দেয়া হয়েছে। পর্যায় ক্রমে সকল ইউনিয়নে এ বরাদ্ধ অব্যাহত থাকবে।
মানুষ যাতে দ্রুত সেবা গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করার জন্য সকলকে আহবান জানানো হয়।