ভূঞাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

ভূঞাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক: “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা (বারি সরিষা-১৪) চাষাবাদ বিষয়ক কৃষকদের উৎসাহিত করার লক্ষে প্রায় শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা পূর্বপাড়া কৃষক তুলা মিয়ার বাড়িতে মাঠ দিবসের আয়োজন করা হয়।

এসময় শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, সাংবাদিক কামরান পারভেজ ইভান প্রমূখ।

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840