অভিজিৎ ঘোষ ভূঞাপুর : ভূঞাপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে গোবিন্দাসী ক্যাডেট স্কুলের আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেয়া হয়। এতে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের টেলেন্টপুলে ২৩জন, এ-গ্রেডে ২৪জন ও সাধারন কোঠায় ১১০জন শিক্ষার্থীকে নগদ টাকা, সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
গোবিন্দাসী ক্যাডেট স্কুলের সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু,
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, গোবিন্দাসী বাজার বনিক সমিতির সভাপতি ছরোয়ার হোসেন আকন্দ, হলি মাইন্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সেলিম হোসেন,
সাংবাদিক অভিজিৎ ঘোষ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আকন্দ, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুর রশিদ, কোরবান আলী, জাহিদুল ইসলাম।