খায়রুল খন্দকার ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামী স্ত্রী সহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন আহমেদ জানান, নতুন আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত স্বামী ও স্ত্রী ২ জন, মা ক্লিনিকের ১ জন, পৌরসভার ঘাটান্দির ১ জন, ফলদা ঘোনা পাড়ার ১ জন।
নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৯ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৯ জন। এছাড়া চিকিৎসারধীন রয়েছে ৪৮ জন।