প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার কম্পিউটার অপারেটর মো: আবুল কাশেম তালুকদার (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর মৃত কোরবান আলী তালুকদারের ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগাহী রেখে গেছেন।
রাত ৯ টায় ইছাপুর মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মো.মোস্তাক হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।