হারুন অর-রশিদ উজ্জ্বল: মধুপরের গোপিনাথপুর থেকে মো. আলহাজ (১৮) নামের একটি ছেলে গত ৪ মাস পূর্বে নিখোঁজ হয়েছে। সে দীর্ঘ দিন মানসিক রোগে আক্রান্ত ছিল। এখন পর্যন্ত তাহার কোন সন্ধান পাওয়া যায়নি।
ছেলেটির পিতার নাম মো: নূরুল ইসলাম, মাতা নাম- ছবুরা বেগম, সে চার ভাই ও এক বোনের মধ্যে ছোট, তার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক পাঁচ ফিট।
পরিবারের লোকজন তাদের আত্মীয় সজ্বনদের বাড়ীতে এবং মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও টাঙ্গাইলে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেছেন। কোথায় কোন খবর পাওয়া যায় নি।
পরিবারে লোকজন ছেলের শোকে পাগল প্রায়। সে তার নাম ছাড়া সকল ঠিকানা মাঝে মধ্যেই ভুলে যায়। কিন্তু সে তার নাম সবসময় বলতে পারে। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছবির ছেলেটির সাথে মিল খোঁজে পান তাহলে দয়া করে ০১৯২৯-০৬৪০২১, ০১৭০৭৯১৪০১২ নাম্বারে ফোন করবেন।
আমরা আপনাদের সহযোগীতা ও দৃষ্টি আকর্শন করছি। ছেলেটির সন্ধান দেতে পারলে আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো জানান ছেলেটির পরিবার।