হাফিজুর রহমান.মধুপুর: মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বনাঞ্চল এলাকার পাঁকা রাস্তার পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে অরণখোলা পুলিশ ফাঁড়ি। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মোস্তফা জানান, শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়ার পাঁকা রাস্তার পাশে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে স্থানীয়রা ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট গলায় গামছা পেছানো। লাশ উদ্ধার করে মধুপুর থানা থেকে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।