প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে মধুপুরের কেন্দ্রিয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী কিমশনার (ভূমি) এম. এ. করিম. উপজেলা আওয়মী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল বিএনপি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রেসক্লাব মধুপুরের নেতৃবৃন্দ।