প্রতিদিন প্রতিবেদক: আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের স্থগিত হওয়া ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ইউনিয়নের পুরো এলাকা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রর্থীরা।
শুক্রবার বিকেলে ফুলবাগচালা ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী ফরিদ আলী নির্বাচনী গন সংযোগ করেছেন। ফুলবাগচালা ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় বাঙ্গালি ও গারো আদিবাসীদের সাথে গন সংযোগ করেন। সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
চেয়ারম্যান প্রার্থী ফরিদ আলী জানান, অবাধ সুষ্ঠ নিরেপক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলেও জানান। তবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবী তার।