সংবাদ শিরোনাম:
মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মধুপুরে একটি জুয়েলার্সে ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুর পৌর শহরে ককটেল ফাটিয়ে রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৬ জানুয়ারি) আনুমানিক রাত আটটায় শহরের সাথী সিনেমা হল রোডে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে রেখা জুয়েলার্সে দুর্ধষ এ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদোষী ও দোকান মালিক দুর্লভ কর্মকার জানান, ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিত ভাবে দোকানের সামনে ১৫ থেকে ২০ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরী করে দোকানে ঢুকে লোহার রড, চাপাতি, কুড়াল ও চাকু বের করে ভয় দেখিয়ে প্রায় ৬০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এদিকে ডাকাতির এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত লোকজন ভিড় জমায়। ঘটনাস্থলের উত্তর দিকে কয়েক’শ গজ দূরে রাখা একটি পিকআপে উঠে ডাকাত দল দ্রুত এলাকা ত্যাগ করেও বলে দোকান মালিক জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ ও মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল)এসপি কামরান হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাত দলের ৭/৮ জন ডাকাত সদস্যরা মুখে মুখোশ পড়ে অতর্কিত ভাবে ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশী অস্ত্র বের করে মালিক দুর্লভ কর্মকারকে ভয় দেখিয়ে দোকনের সব গহনাপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ সহ আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। মঙ্গলবার সকালে বিষফোরিত কিছু ককটেলের খোলস উদ্ধার করা হয়েছে। বর্তমানে মধুপুর থানায় রেখা জুয়েলার্সের মালিক দুলর্ভ কর্মকার ১২ জন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme