প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুরে বিকৃত রুচির স্বামীর নৃশংসতার শিকার হয়ে বাক প্রতিবন্ধী তাসলিমা (১৯) নামের এক নারী মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেডে শুয়ে কাতরাচ্ছেন।
শনিবার রাত ১০ টার দিকে মোতালেব হোসেন মোতুু (২৫) এর বিরুদ্ধে মধুপুর থানায় তাসলিমার বাবা আফছার আলী লিখিত অভিযোগ দায়ের করছেন।
মোতালেব মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের বছির উদ্দিনের ছেলে। তার সাথে ১০ মাস আগে প্রতিবেশি আফছার আলীর বাক প্রতিবন্ধী মেয়ে তাসলিমার বিয়ে হয়।
তাসলিমার মা স্বপ্না বেগম জানান, বিয়ের পর থেকে মোতালেব তার মেয়ের উপর নানা অত্যাচার করে। মেয়ে তাকে ইশারা ইঙ্গিতে বলতো। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে বিকৃত রুচির মোতালেব স্ত্রী তাসলিমার গোপনাঙ্গে শক্ত কিছু প্রবেশ করিয়ে নির্যাতন করে।
এতে তাসলিমা রক্তাক্ত হয়ে বিছানায় পড়ে থাকে। পরদিন শনিবার সকালে অবস্থা খারাপ দেখে মোতালেব গা ঢাকা দেয়। ভাবী বিলকিস আক্তার বেলা ১১ টার দিকে ননদের ওই বাড়িতে খোঁজ খবর নিতে গিয়ে ঘরে প্রবেশ করে দেখেন রক্তাক্ত তাসলিমা পড়ে আছে।
স্বজনরা এ খবরে তাকে উদ্ধার করে ১২ টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করে। প্রসূতি সেবা বিভাগে তার চিকিৎসা চলছে। রাত ১০ টার দিকে মধুপুর থানায় এ নিয়ে তাসলিমার বাবা আফছার লিখিত অভিযোগ দিয়েছেন।
তাসলিমার বাবা আফছার আলী জানান, রোববার মধুপুর হাসপাতালের চিকিৎসকের পরামর্র্শে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে নেয়া হচ্ছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন অভিযোগের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।