প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার ৩ আগস্ট দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী মিয়া (৫৫) ওই এলাকার মৃত কছর উদ্দিনের ছেলে ।
এলাকাবাসী জানায়, বুধবার (৩ আগষ্ট) দুপুরের দিকে বৃষ্টিতে ভিজে আলী মিয়া তার আবাদি জমির ধান রোপণের জন্য কাজ করছিলেন। এমন সময় হঠাৎ তার পাশেই বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।