প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলার মার্কেটের সামনে এবং উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে ২০টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।
তিনি জানান, লকডাউন চলাকালীন সময়ে সংক্রমনের হাত থেকে জনসাধারনকে বাঁচাতে সরকারী বিধি নিষেধ অমান্য করে জরুরি কাজ ছাড়া বাইরে চলাফেরা করা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়। এসময় মধুপুর শহরে মার্কেট খোলা রাখায় হাজী আলাউদ্দিন শপিং মলে তালা লাগিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।
নির্বাহী অফিসারের অফিস সহকারী খন্দকার মোকাদ্দেস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।