প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে জলছত্র পচিশ মাইল নামক স্হানে প্রান্তিক বাস ও সিএনজি এবং ভ্যানের ত্রিমুখি সংঘর্ষে দু্ই জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকালে মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. তারিক কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, মধুপুর পৌরসভার পোদ্দারবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে সিএনজি চালক আমিনুল ইসলাম (৩০) ও ময়মনসিংহ মুক্তাগাছা পৌর এলাকার মৃত কদ্দুস আলীর ছেলে যাত্রী জুয়েল (২৩)।
আহতরা হলো, মুক্তাগাছার সাদ্দাম (৩০), হোসনে আরা (৩০) কাকরাইদ গ্রামের ছাত্তার (৩৫) সালেহা, (৩৫) শাহজাহান আলী (৩৮)।
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, শনিবার (১৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক বাস পঁচিশ মাইল এলাকায় অদূরে বনের কাছে পৌঁছলে পথিমধ্যে ময়মনসিংহগামী একটি সিএনজি ও ভ্যানের ত্রিমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয় ৬ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে সিএনজি যাত্রী জুয়েলের মৃত্যু হয়। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।
স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে পাঠান। হাসপাতাল সুত্রে জানা যায় আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।