অনলাইন ডেস্ক: নারায়নগঞ্জে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নিহত এবং আহত ৩৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এতথ্য জানানো হয়েছে। হতাহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে সর্বোমোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজীদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়েছিলেন৷ তাদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হলো৷ দগ্ধদের মধ্যে মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷
পটুয়াখালীর মোহাম্মদ কেনান এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহাম্মাদ আমজাদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন৷
৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় মসজিদটিতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে৷ তিতাস গ্যাসের পাইপলাইনের ফুটো দিয়ে গ্যাস বের হয়ে মসজিদের বদ্ধ ঘরে জমে যাওয়ায় বিস্ফোরণ ঘটে বলে তদন্তে বেরিয়ে এসেছে৷