প্রতিদিন প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে টাঙ্গাইল শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছেন জেলা বিএনপি।
এ উপলক্ষে সোমবার সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে।
পরে জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ ডাঃ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল-এর নেতৃত্বে বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, খন্দকার রাসেদুল আলম,
সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সদর থানা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, যুগ্ম আহবায়ক টিটন খান,
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন,
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন আকন্দ সহ জেলা বিএনপি, শহর ও সদর বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের নেতা-কর্মীরা।
পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি সামছুল আলম তোফা স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন যে গনতন্ত্র এবং নিজেদের অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীন করা হয়েছিল জনগন আজ তার সুফল পাচ্ছে না। হত্যা করা হয়েছে গনতন্ত্র. চলছে একদলীয় শাসন. মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী
দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গনতন্ত্রের মাতা দেশনেএী বেগম খালেদা জিয়াকে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে কাজেই মহান স্বাধীনতা দিবসের এইদিনে সবাইকে শপথ নিতে হবে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ হারানো গনতন্ত্র পুনঃরুদ্বার করার।
তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসুচী সমাপ্ত ঘোষনা করেন ।