সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

মাভাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা স্বার্থকের বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তুহিন ইসলাম স্বার্থকের বহিস্কার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনকারীরা জানায়, গতকাল সোমবার দুপুরে পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন মিয়া ও লিজা আক্তার ক্যাফেটেরিয়ায় খাবার খাচ্ছিল।

এ সময় তুহিন ইসলাম স্বার্থক তার বান্ধবী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়াকে নিয়ে তাদের খাবারের টেবিলে বসতে চায়।

এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বার্থক ক্ষুব্ধ হয়ে সুমনকে চড়-থাপ্পর দেয়। সুমন পাল্টা আক্রমন করতে গেলে স্বার্থক ছুরিকাঘাত করার চেষ্টা করে।
ওইদিন বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সুমন ও তার বন্ধুরা লিখিত অভিযোগ দেয়।

মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রক্টর অফিসের কোন সিদ্ধান্ত না পাওয়ায় তারা প্রসাশনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা আরও জানায়, প্রক্টর অফিসে ক্যাফেটেরিয়ার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। স্বার্থকের বহিস্কার আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ প্রসঙ্গে ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme