সংবাদ শিরোনাম:

মির্জাপুরে অগ্নিকান্ডে দুই ঘর পুড়ে ছাই

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে অগ্নিকান্ডে দুই ঘর পুড়ে ছাই হয়েছে। এতে মালামালসহ প্রায় আট লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাহাটি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই গ্রামের আব্বাস মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী লালু মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে আব্বাস ও লালু মিয়ার দুই ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দেলুয়ার, দুলাল, হেকমত, বাহার উদ্দিনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, দুই বসত ঘরে পুড়ে গেছে এতে মালামালসহ প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme