প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা শিক্ষা অফিসার আজাহারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, সম্পাদক শহিনুর রহমান প্রমুখ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।