প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের আশিটি মসজিদের ইমামদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার মনোয়ারা কল্যান ট্রাষ্টের আয়োজনে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আনোয়ারোল উলোম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজগানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল কাদের সিকদার (বি, এ)।
বিশেষ অতিথি ছিলেন, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গনি, বাশতৈল ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গনিত) মো. লুৎফর রহমান, আতোয়ার রহমান, খালেক সিকদার, আলাল সিকদারসহ আজগানা ইউনিয়নের সকল মসজিদের ইমাম, সভাপতি ও সেক্রেটারীগন।
পরে সকল ইমামদের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়।