প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর ব্যাপক প্রাদুর্ভাবে আমাদের প্রস্তুতি ও করনীয় সম্পর্কে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম শিলুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. বাবুল আকতার ডা. নাজিয়া আন্দালিব উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির নেতা হারুন অর রশিদ সিদ্দিকী প্রমুখ।
সভায় করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। এছাড়া আতঙ্ক না ছড়ানোর জন্য বলা হয়।