প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তির মঞ্চে রাজনৈতিক দল, প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ৯৯ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন,
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।
এর আগে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে মির্জাপুর উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। বাদ যোহর মসজিদ বিশেষ মোনাজত মন্দিরে প্রার্থনা করা হয়।