প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: করোন ভাইরাস প্রতিরোধে মির্জাপুরে ধারাবাহিকভারে সড়কে জীবানুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্লিচিং মিশ্রিত পানি খোলা ট্রাকে উঠিয়ে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, মেইন রোড, মসজিদ রোড, হাসাপাতাল রোডসহ বিভিন্ন সড়কে ছেটানো হয়েছে।
এ সময় মির্জাপুর কাউন্সিলর এস এম রাশেদ, আমিরুল কাদের লাবন, আলী আজম সিদ্দিকী, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।