সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

মির্জাপুরে নতুন করে আরও দুই জনের করোনা সনাক্ত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের ৫৫ বছরের এক নারী ও জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের ৩০ বছরের এক যুবক। আক্রান্ত এলাকার আশপাশের ১১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন সটিয়াচড়ায় ৬০টি ও কামারপাড়ায় ৫০টি বাড়ি লকডাউন ঘোষণা করে আক্রান্তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

আক্রান্ত ওই নারী ঢাকায় বোনের বাসায় এবং যুবক ঢাকায় জুয়েলারি দোকানে থাকতেন। রোববার (২৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এরমধ্যে তাদের ওই দুই জনের করোনা পজিটিভ ও চার জনের নেগেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকসুদা খানম জানিয়েছেন।

এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের পলি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অখিল চন্দ্র সরকারের করোনা পজিটিভ হলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে ২৪ এপ্রিল বাড়ি আসেন।এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যকর্মীরা ১৫২ জনের নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে ১৪৯ জনের করোনা নেগেটিভ ও ৩ জনের পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, এর আগ পর্যন্ত ওইসব বাড়ির বাসিন্দারা সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকবেন। এ সময়ে তাদের নিত্য প্রয়োজনীয় কোন দ্রব্যের প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme