সংবাদ শিরোনাম:

মির্জাপুরে নববধূর আত্মহত্যা

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: মির্জাপুরে প্রেম করে বিয়ের ৮ মাসের মাথায় তৃষ্ণা নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামে স্বামী প্রকাশ সরকারের বাড়ি থেকে নববধূ তৃষ্ণার মরদেহটি উদ্ধার করেন।রুটি বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা যায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের সদু মন্ডলের পালিত মেয়ে তৃষ্ণা ৮ মাস আগে ভালবেসে নেপাল সরকারের ছেলে প্রকাশ সরকারের সাথে কোর্ট ম্যারেজ করেন। এক পর্যায়ে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, শুক্রবার সকালে রুটি ভাজার সময় সেগুলো পুড়ে যাচ্ছিল বলে প্রকাশ সরকার তার স্ত্রী তৃষ্ণাকে তিরস্কার করেন। এতে তৃষ্ণা রেগে যায়। পরে ঘরে গিয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, রুটি বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840