প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি — রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বাঁশতৈল গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সময় থেকে সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বাধ্যর্ক জনিত কারণে ওই পদ ছেড়ে দেন।
বাঁশতৈল এম মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গত কয়েক বছর ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বাঁশতৈল ঈদগাহ্ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাঁশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনসহ সর্বস্তরের মানুষ জানাজার নামাজে উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বিএসসি’র মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলূর রহমান ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য খান আহম্মেদ শুভ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।