প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মুজিব বর্ষের ক্ষণ-গণনা শুরু উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর অপূর্ব সাজে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গবন্ধু এবং সে সময়ের বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বিরল ছবি সম্বিলিত প্ল্যাকার্ড উপজেলা পরিষদের প্রবেশ মুখের দুই পাশে দিয়ে মুক্তির মঞ্চ পর্যন্ত টাঙ্গানো হয়েছে।
এছাড়া এসব এই প্ল্যাকার্ড ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইমহাটি রেজিস্ট্রি অফিস থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত টাঙ্গানো হয়েছে। সেসব বিরল ছবি পথচারী ও উপজেলা পরিষদ চত্বরে নানা কাজে আসা বিভিন্ন বয়সী মানুষ দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন।
এছাড়া উপজেলা পরিষদ ভবন আলোকসজ্জার ব্যবস্থার করা হয়েছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণ গণনার উদ্বোধনের পরপর মির্জাপুরেও নানা কর্মসূচী শুরু হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন জানিয়েছেন।
এদিকে মুজিব বর্ষ উপলক্ষে মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও একাধিক কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন জানিয়েছেন।