প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুর থেকে মোঃ বৈরান ওরফে বাবু মিয়া (৩৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।
এসময় তার কাছ থেকে চারশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০) টাকা।
গ্রেফতারকৃত বাবু দেলদুয়ার উপজেলার ধানকিথানা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, সোমবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূরুজ্জামান, (এসআই) প্রকাশ চন্দ্র সরকার,
(এএসআই) সমুন চৌধুরী, (এএসআই) মোঃ আবু হাশেম, কন্সট্রেবল মোঃ ফয়জুর রহমান, মফিজুর রহমান, মোঃ ইমরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর উপজেলার মাঝালিয়া বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় ৪০০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য = ১,২০,০০০/-টাকা) উদ্ধার সহ মোঃ বৈরান ওরফে বাবু মিয়া কে গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশ উত্তরের এ মাদক বিরোধী সহ সকল অপরাধী দমনে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।