সংবাদ শিরোনাম:
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী পালন করেছে সামাজিক সংঘঠন মধুপুরে বট গাছের সাথে ট্রাকের ধাক্কা ট্রাক চালক নিহত হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নাগরপুরে কৃষকদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান ভূঞাপুরে এসআই সুমনের পক্ষপাতিত্ব বাদীকে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ! ভূঞাপুরে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ সখীপুরে অটোগাড়ির চাপায় শিশুর মৃত্যু  দেলদুয়ারে ব্যারিস্টার আশরাফুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মির্জাপুর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব পদক

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর উপজেলা ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী “জেলা প্রশাসক রাজস্ব পদ ’’ পেয়েছেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজস্ব সভায় পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন মির্জাপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো দিলীপ কুমার দাস, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. নেছার আহমেদ মিন্টু, সার্ভিয়ার ওমর ফারুক ও মির্জাপুর পৌর ভূমি অফিসের অফিস সহায়ক খন্দকার মাসুদ রানা।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে রাাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক।

জানা গেছে, কানুন গো দিলীপ কুমার দাস রাজস্ব প্রশাসনে কৃতিত্বপূর্ণ বিশেষ অবদানের জন্য, নাজির কাম ক্যাশিয়ার মো. নেছার আহমেদ মিন্টু শ্রেষ্ঠ সাচিবিক সহায়তাকারী, সার্ভিয়ার ওমর ফারুক অন্যতম শ্রেষ্ঠ সার্ভেয়ার ও পৌর ভূমি অফিসের অফিস সহায়ক খন্দকার মাসুদ রানা, অন্যতম শ্রেষ্ঠ দাপ্তরিক সহায়তাকারী হিসেবে এই পদক পেয়েছেন।

মির্জাপুর উপজেলা ভূমি অফিসের কানুন গো দিলীপ কুমার দাস ও নাজির কাম ক্যাশিয়ার মো. নেছার আহমেদ মিন্টু জানান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক ও সহাকরী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক স্যারের দিক নির্দেশনায় কাজ করে জেলা প্রশাসকের শ্রেষ্ঠ পদক পেয়েছি।

তাই স্যারদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি। পদক প্রাপ্তির ফলে কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল বলে তারা উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme