প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে। সোমবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুজিববর্ষ কাউন্টডাউন ঘড়ির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
এসময় লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মোঃ আবু তালেবসহ বিভিন্ন্ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।