সংবাদ শিরোনাম:

মুজিব জন্মশত বার্ষিকীতে টাঙ্গাইলে জেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৮৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মুজিব জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুজিব জন্মশত বাষির্কী উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, হাসপাতালে, জেল খানা ও সরকারি শিশু পরিবার বালক বালিকায় উন্নত মানের খাবার বিতরণ করা হবে। শিশু পরিবার বালকে বিকেল চারটায় ও সাড়ে চারটায় বালিকায় কেক কাটা হবে। রাত আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মনোঙ্গ আতজবাজি করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme