প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানাকে সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব।
সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সূতী ভি এম হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হক বুলবুল, মনিরুজ্জামান মনির, সাংবাদিক কে এম মিঠু, মুহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম হোসেন, আব্দুছ সালাম খান, কায়ছার হোসেন, বিধান চন্দ্র রায়, নুর আলম, রুবেল আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়রকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।