প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে অপারেশনের নামে রোগি হয়রানীর অভিযোগ উঠেছে। জরায়ু অপারেশনের এক রোগিকে ৫দিন ভর্তি রাখাসহ ২০-২৫টি টেস্টের মাধ্যমে আদায় করা হয়েছে টাকা। এমন হয়রানী স্বত্তেও রোগির অপারেশন না করে উল্টো ৫ হাজার টাকা জরিমানা দিয়ে বিদায় দেন ক্লিনিক কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়ার রাজধানী নাসিং হোমে। ভুক্তভোগি রোগি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের সেকান্দার আলীর স্ত্রী হাফিজা বেগম (৬৫)।
ভুক্তভোগি রোগির ছেলে হাবিবুর রহমান বলেন, গত (১৫ আগস্ট) শনিবার তার মা হাফিজা বেগমকে ভর্তি করা হয় রাজধানী নাসিং হোমে। এ সময় রোগির অপারেশনসহ ক্লিনিকের আনুসাঙ্গিক খরচ বাবদ ১৪ হাজার টাকা দাবি করেন ক্লিনিক কর্তৃপক্ষ। তবে তারা টাকা জমা না দিয়ে ভর্তি করেন রোগি।
ক্লিনিকের গাইনী বিভাগের দায়িত্বরত ডা. লিংকু রানী কর এর তত্তাবধানে চলে শুরু হয় চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থায় রোগি হাফিজা বেগমের ডায়াবেটিক ও হার্টের সমস্যা চিহ্নিত করেন দায়িত্বরত চিকিৎসক। রোগির চিহ্নিত ডায়াবেটিক আর হার্টের সমস্যা পরিস্থিতি অবগত হওয়ার জন্য ৫দিন ভর্তি রাখাসহ দফায় দফায় পরীক্ষা নিরীক্ষা করানো হয়।
ভর্তিরত ৫দিনে রোগির রক্তসহ নানা ধরণের প্রায় ২০-২৫টি পরীক্ষা করানো হয়। গত (২০ আগস্ট) বৃহস্পতিবার রোগি অবস্থার উন্নতি হওয়ার তথ্য দেয়াসহ রাতে অপারেশনের সময় দেন দায়িত্বরত চিকিৎসক। অপারেশনের প্রস্তুতি গ্রহণও করেন পরিবারের সদস্যরা।
হঠাৎ এ্যানেথেসিয়া চিকিৎসক রোগিকে এ অবস্থায় অপারেশন করলে মৃত্যু ঝুঁকি আছে বলে অপারেশন বাতিল করে দেন। তবে এ সময় ক্লিনিকে কর্মরত ও অপারেশনের দায়িত্বরত চিকিৎসক গাইনী সার্জন ডা, লিংকু রানী উপস্থিত ছিলেন না।
রোগির পরীক্ষা নিরীক্ষায় অবস্থার উন্নতি হয়েছে বলে আপনারা অপারেশনের সময় নির্ধারণ করলেন এখন বলছেন হবে না এটা কেমন কথা বলে প্রতিবাদ জানায়। এ সময় গাইনী চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ারও দাবি করা হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে রোগিকে অন্যত্র ভর্তি করানোর অজুহাতে তাদের ৫ হাজার টাকা দিয়ে বিদায় করেন।
রোগির পিছনে পরিবারের অনেক টাকা খরচ হয়েছে ভেবে কর্তৃপক্ষ তাদের ৫ হাজার টাকা দেয়ার অনুমতি দেন বলে জানিয়েছেন রাজধানী নাসিং হোমের ম্যানেজার আফসার আলী।
এ প্রসঙ্গে রাজধানী নাসিং হোমের দায়িত্বরত গাইনী সার্জন ডা. লিংকু রানী কর বলেন, জরায়ু সমস্যা নিয়ে রোগিটি ভর্তি হলেও তিনি ডায়াবেটিক আর হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রোগির অপারেশন করার মত অবস্থা হওয়ায় আমি রাতে অপারেশনের সময় দিই। তবে এ্যানেথেসিয়া চিকিৎসক রোগির অবস্থা অপারেশনের অনুকুলে না থাকার কারণ দেখে আপত্তি জানান। যার ফলে ওই রোগির অপারেশন করা হয়নি।
আরও পড়ুন, হাসপাতাল থেকে চার দালালকে আটক করে টাঙ্গাইল ডিবি পুলিশ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগি ও রোগির স্বজনদের নিকট থেকে ঔষধ ও বিভিন্ন পরীক্ষার বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাসপাতাল থেকে চার দালালকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয় । বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন ও মৌসুমী নাসরীনের যৌথ নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মোসুমী নাসরীন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চার দালালকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ সালের ২৯০ ধারা এ আর্থিক জরিমানা করা হয়।