সংবাদ শিরোনাম:

লৌহজং নদী দখলমুক্ত দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স ও গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত দিবসের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে।

মঙ্গলবার ২৯ নভেম্বর দুপুরে ‘নদী খাল রক্ষা করি, পরিবেশ বান্ধব টাঙ্গাইল গড়ি’- প্রতিপাদ্য নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নদী রক্ষা আন্দোলন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, আনোয়ার হোসেন, অধ্যাপক এবিএম আব্দুল হাই, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কাজী রিপন, কবি আযাদ কামাল, ঝান্ডা চাকলাদার, মো. আনিছুর রহমান, মহব্বত হোসেন, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

আলোচন সভায় স্বাগত বক্তব্য রাখেন নদী রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আহমেদুল হক রতন সিদ্দিকী।

আলোচনা সভা শেষে কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স ও গাছের চারা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme