প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন স্কুল, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামছুল আলম, বেড়াডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ফাহ্মী আক্তার।
পরে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।