সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
শিক্ষক এমপিও ভুক্তির নামে কোটি টাকা বাণিজ্য

শিক্ষক এমপিও ভুক্তির নামে কোটি টাকা বাণিজ্য

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মরত না থাকা শিক্ষক ও কর্মচারীদের এমপিও ভুক্তির মাধ্যমে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আরিফুর রহমান সিকদার লিটন কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সভাপতিসহ নিয়োগ বোর্ডের সদস্যদের সীল আর স্বাক্ষর জাল করে এই জালিয়াতি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সোমবার অভিযোগের তদন্ত করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মনোয়ার হোসেন।

জানা যায়, ১৯৯৯ ইং সনে কালিহাতী উপজেলার কস্তুরী পাড়ায় প্রতিষ্ঠিত হয় কস্তুরী পাড়া আদর্শ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময়ের বিধি আর ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ৬ জন শিক্ষক আর কর্মচারী নিয়োগ দেওয়া হয় বিদ্যালয়টিতে। গত ০৫.১২.১৯৯৯ ইং সনে স্মারক নং ক,আ,অ,বা,বি /৪৭/৯৯/৪৭ বিধি অনুযায়ী আর ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত ওই শিক্ষক-কর্মচারী নিয়োগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

এতে নিয়োগপ্রাপ্ত হন,মো. আরিফুর রহমান সিকদার লিটন, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. হায়দার আলী, মো. শামস উদ্দিন, কানিজ ফাতেমা আর জ্যোৎস রানী। যথারীতি তারা যোগদানপত্র জমা দিয়ে শুরু করেন বিদ্যালয়ের কার্যক্রম। পরবর্তীতে বিদ্যালয়ের স্বার্থে বালিকা বাদ দিয়ে কস্তুরীপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়। এ স্বত্তেও বিদ্যালয়টি সরকারী এমপিও ভুক্ত না হওয়ায় কর্মরত শিক্ষক কর্মচারীগণ মানবেতর জীবন যাপন করেও বিদ্যালয়টি চালু রাখতে নিরলস চেষ্টা অব্যাহত রাখেন।

পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২০ সালে নতুন এমপিও কোড দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউসি)কে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চুড়ান্ত অনুমোদিত তালিকার মধ্যে নি¤œ মাধ্যমিক ৪৩০টি, মাধ্যমিক বিদ্যালয় ৯৯১টি এছাড়াও কলেজ পর্যায়ে উচ্চ মাধ্যমিক স্তরে ৯২টি এবং ডিগ্রী স্তরে ৫২ টি আর স্কুল ও কলেজ পর্যায়ে ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ১৬৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান। ওই তালিকায় স্থান পায় কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। তবে তাতে অসর্তকতা বশত কস্তুরীপাড়া আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় লেখা হয়। এছাড়াও সরকারী ঘোষনা অনুযায়ী গত জুন ২০১৯ তারিখ হতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত জানানো হয়।

বঞ্চিতদের অভিযোগ, বিদ্যালয় আর শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্ত হওয়ার সুযোগ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান সিকদার লিটন অর্থ লিপ্সায় মেতে উঠেন। তিনি শিক্ষক-কর্মচারীর নাম এমপিও ভুক্ত করনের জন্য মোটা অংকের উৎকোচ দাবী করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাপ দিতে থাকেন। একই সাথে লাখ লাখ টাকা এরিয়া বিল পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখান তিনি।
তবে এতে কয়েকজন শিক্ষক অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক নেন জালিয়াতীর আশ্রয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি আবুল কাসেম শিকদারের স্বাক্ষর জাল করাসহ ওই সময়ের নিয়োগ দেখিয়ে ও ৬০ লাখ টাকার বিনিময়ে অন্য ৫ জনের নাম এমপিও ভুক্তির জন্য কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন।

বিদ্যালয়ের শিক্ষক এমপিও ভুক্তির জন্য পাঠানো নামের তালিকায় আসেন মো. ফরিদ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মো. জুলহাস উদ্দিন, আতিকুর রহমান, ইকবাল হোসেন ও মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের কর্মরত অন্য ৪ জন শিক্ষকের কাজ থেকে ৮ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা ও দপ্তরী হিসাবে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ৫ লাখ টাকা উৎকোচ গ্রহন করেন প্রধান শিক্ষক।

বঞ্চিতদের অভিযোগ, দীর্ঘ ১৮ বছর যাবৎ টাঙ্গাইল শাহীন কোচিং সেন্টারে কর্মরত মো. ফরিদ আহমেদকে সহকারি শিক্ষক গণিত, ২০০২ সাল থেকে কালিহাতীর গোয়ারিয়া এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ও চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ২৩০০ টাকা করে সরকারী ভাতা নিয়মিত গ্রহণকারী মো. জুলহাস উদ্দিনকে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, গত ২০ বছর যাবৎ বিভিন্ন কোম্পানীর সেলসম্যান ও ব্র্যাক নামক এনজিওতে কর্মরত ও গোপালপুর উপজেলার ভাদুরীর চর গ্রামের আতিকুর রহমানকে শরীরচর্চা শিক্ষক, কালিহাতীর বাসিন্দা ও আদম ব্যবসায়ি মো. শহিদুল ইসলামকে সহকারি শিক্ষক কৃষি, নুরুল ইসলাম বিজ্ঞান, ১৯ বছর যাবত সিরাজগঞ্জ স্যাপ বাংলাদেশ নামক প্রতিষ্ঠানে কর্মরত ও গোপালপুর উপজেলার পূর্ব নুইঠার চর গ্রামের মো. ইকবাল হোসেনকে করনিক, প্রায় ১৭ বছর সৌদি আরবে বসবাস শেষে চলতি বছর ফেব্রুয়ারিতে দেশে ফিরে আসা মো. মোস্তাফিজুর রহমানকে দপ্তরী হিসাবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এছাড়াও সম্প্রতি চালু হওয়া ভৌত বিজ্ঞান বিষয়টির শিক্ষক প্যাটান বর্হিঃভুত শিক্ষক হিসাবে ১৯৯৯ সালে নিয়োগ দেখানো মো. নুরুল ইসলাম আর সমাজ বিজ্ঞানে মো. হায়দর আলীকে এমপিও ভুক্ত করণের চেষ্টা অব্যাহত রয়েছে।

তদন্তের অজুহাতে অভিযোগের বিষয়ে কোন বক্তব্য দেননি কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান সিকদার লিটন।

তৎকালিন নিয়োগ কমিটি আর সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে এ এমপিও ভুক্তির কার্যক্রম পরিচালন করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ করেছেন কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডাঃ এম.এ.কাশেম শিকদার। যার শিকার হয়েছেন তাদের নিয়োগ দেয়া আর প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ আর মো. শামস উদ্দিন নামের দুই শিক্ষক। বৈধ শিক্ষকদের বাদ দিয়ে টাকার নতুন শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেয়া ও এমপিও ভুক্তিকরণ চেষ্টার তীব্র নিন্দা জানানোসহ অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেছেন তিনি।
তিনি আরো জানান, এর আগে আরিফুর রহমান সিকদার প্রধান শিক্ষক কস্তুরী পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিস স্বারক নং জে.শি.অ/টাং-৯৮৫ তারিখ ২৩/৬/২০২০ একটি তদন্ত কমিটি গঠন করে। মোহাম্মদ বায়েজিদ হোসেন গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিসকে আহবায়ক ও, মো. আসাদুজ্জামান সহকারী পরিদর্শক. মোঃ ইমরান হাসান সহকারী পরিদর্শককে সদস্য করে জেলা শিক্ষা অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে জরুরী ভিত্তিতে ও সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিক্ষা অফিসার লায়লা খানম স্বাক্ষরিত পত্রে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি যথারিতি তদন্ত কাজ শুরু করে তদন্ত কমিটির আহবায়ক মোহাম্মদ বায়েজীদ হোসেন একটি পত্র প্রেরন করেছেন যাতে উল্লেখ ছিল আগামী ০১-০৭-২০২০ ইং বেলা ১১.০০ টায় সরে জমিনে তদন্ত কার্য পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত দিন ও সময়ে প্রয়োজনীয় প্রমানাদী সহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল যার স্বারক নং.জেশিঅ/টাং ৯৯১ তারিখ.২৫-০৬-২০২০ ইং। অপরদিকে গত ৩০-০৬-২০২০ ইং তারিখ তদন্ত কমিটির আহবায়ক তদন্তের তারিখ পুন:নির্ধারন করে আগামী ০৮-০৭-২০২০ ইং তারিখ ধার্য করা হয়। যার স্মারক নং- জে.শি.অ/টাং-১০১৩। গত (১৭ আগস্ট)সোমবার অভিযোগের তদন্তে আসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মনোয়ার হোসেন।

কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান সিকদার লিটনের জালিয়াতি, উৎকোচ গ্রহণ আর প্যাটান বর্হিঃভ‚ত শিক্ষক-কর্মচারী এমপিও ভুক্তির বিষয়ে কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রোকেয়া খাতুন বলেন, স্বল্প সময়ে এমপিও ভুক্তির কাগজপত্র সরবরাহের নির্দেশনা থাকায় সঠিকভাবে কাগজ পত্র যাচাই বাছাই করা দুস্কর ছিলো। অভিযোগের সত্যতা যাচাইয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃপক্ষ তদন্ত করছেন।

তদন্তের স্বার্থে এ বিষয়ে কোন বক্তব্য দেননি অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মনোয়ার হোসেন। তবে সুষ্ঠু আর নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,কোন জালিয়াত বা প্রতারকের কোন স্থান কালিহাতীতে নাই । ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি কোন অন্যায় বা অনৈতিক কাজে সাথে যুক্ত থাকেন তাকে আইনের আওতায় আনা হবে ।অনিয়ম ও দূর্নিতীবাজদের সাথে শেখ হাসিনা সরকার কোন আপোষ করে না । সে যে দলের বা যতবড় শক্তিশালীই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে । আরিফুর রহমান সিকদারের নিয়োগ জালিয়াতি ও এমপিও ভুক্তি বানিজ্য বিষয়ে দৃষ্টাস্তমূলক শাস্তি দাবী করে স্থানীয়রা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

এমপিও ভুক্তিতে জালিয়াতীর কথা স্বীকার করে প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা.এম এ কাশেম শিকদার বলেন, প্রতিষ্ঠাকালীন সময়ের নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষকের নাম নেই তালিকায়। তাদের বাদ দিয়ে আর মোটা টাকার বিনিময়ে নতুন শিক্ষকদের নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তিতে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়াও ১৯৯৯ সালে দপ্তরী পদে নিয়োগ দেয়া মো. মোস্তাফিজুর রহমানকে। তবে সে কিছুদিন চাকুরী করে সৌদী আরবে চলে যান। প্রায় ১৯ বছর সেখানে কর্মরত থেকে চলতি বছর সে দেশে ফিরেছেন। দীর্ঘদিন বিদ্যালয়ে কর্মরত না থাকা স্বত্তেও তাকে দপ্তরী পদে বহাল রাখাসহ এমপিও ভুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840